Thursday, May 9, 2019

অন্ধকারে সপ্তর্ষিমণ্ডলের দিকে তাকিয়েছো কখনো?
কখনো রাত্রির ঝিরিঝিরি শান্ত বাতাসে বুক ভরে শ্বাস নিয়ে দেখেছো ভরা পূর্ণিমার চাঁদ?
কখনো দেখেছো মেঘেদের গলাগলি,
কখনো ছু্ঁয়েছো বারান্দার কার্নিশ বেয়ে নেমে আসা অঝোর বৃষ্টির জল?
কখনো দেখেছো কংক্রিট নগরের বুকে সদ্যজাত ঘাসফুল!
কখনো দোল খেয়ে আছড়ে পড়া কাশফুলের শুভ্রতা মেখেছো বুকে?
কখনো দেখেছো গোলাপ আঁকড়ে থাকা কুয়াশার স্বচ্ছ স্ফটিক!
কখনো দেখেছো একাকী মানুষের সারিবদ্ধ দীর্ঘ মিছিল
দীর্ঘশ্বাসে বাস্পীভূত কার্বনে বিষাক্ত নগর,
গহীন গ্রামের সন্ধেবাতি, উঠোনজোড়া জানালার উলম্ব শিক
অথবা ভাঙা বাঁশের চাঁটাই বেড়া, ছেড়া আঁচলে টানানো শীতযুদ্ধ
সলজ্জ মায়াবতী কিশোরীর হাসি, বধূর নোলক কিংবা শহুরে স্কুল বালিকার যৌথ বেনীর উদ্দাম নৃত্য
জোড়া জোড়া চোখ, চোখ জোড়া স্বপ্নের পিরামিড
চোখ খোলো, দেখো- মায়া, মায়া মায়াময় জীবনের অনন্তগ্রাম
সুর তোলো, জেগে ওঠো প্রেম
শানিত তরবারি নয়, নয় দীর্ঘশ্বাস, বাঁচো
প্রেমময় পৃথিবীটা দেখে নাও একবার
খুলে দাও বন্ধ কবাট, জানালায় উড়ে যাক স্বপ্নেরা ঝাঁকে ঝাঁকে
ভেঙে দাও মনের কপট সিন্দুক, খুলে দাও বন্ধ দুয়ার।
১০/০৫/১৭

No comments:

Post a Comment

দিনাজপুরে লোহার খনি পেলেন বিশেষজ্ঞরা: মান অন্য যে কোন দেশের চেয়ে ভাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ...