আমার মা খুবই সাদাসিধে একজন মানুষ। বিকাশ প্রতারক চক্রের শিকার হলেন তিনিও। সন্ধ্যা থেকে মনটা খুব খারাপ। মায়ের জন্য। অনেকবার সাবধান করেছিলাম বিকাশ অফিস নামে কেউ ফোন দিলে সাড়া না দিতে।
প্রতারকরাও নিত্যনতুন কৌশল পাল্টায়। আজকের ঘটনাটা একেবারেই অন্যরকম।
বিকেলবেলা গাজীপুরের কোনাবাড়ি থেকে 0183-0728462 এই এজেন্ট নাম্বার থেকে আমার এক খালাতো ভাই একজনের চিকিৎসা বাবদ মা’র একাউন্টে ৬ হাজার টাকা পাঠায়। কিন্তু সে মা’কে তৎক্ষণাৎ ফোন দিয়ে কনফার্ম করেনি।
টাকা পাঠিয়ে সে স্থান ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই বিকাশ এজেন্ট মা’র নাম্বার আর পাঠানো টাকার অঙ্ক প্রতারক চক্রের হাতে তুলে দেয়। প্রতারকদের একজন 0188-7188024 নাম্বার থেকে ফোন করে কান্নাকাটি করে বলে- ডিজিট ভুল করে আপনার নাম্বারে টাকা চলে গেছে, টাকাটা ফেরত পাঠান।
মা’ খুব সাধারণভাবেই বলে ঠিক আছে কনফার্ম করে ফেরত পাঠাবো।
এর কিছুক্ষণের মধ্যেই আবার ওই প্রতারক ফোন করে বলে বিকাশ অফিসে কমপ্লেইন করা হয়েছে, আপনার একাউন্ট ওরা ব্লক করে দিয়েছে যাতে টাকাটা তুলতে না পারেন।
মা’র ঘাবড়ানোর জন্য এটা খুব যথেষ্ঠ। ঠিক এর পরপরই 01864459573 নাম্বার থেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে ফোন করে আরেক প্রতারক। সে বলে আপনার একাউন্ট খুলে দিতে কিছু তথ্য লাগবে। আমার সাদাসিধে মা একাউন্ট ঠিক রাখতে কথামতো সব করেও ফেলেন। পরিণাম- ৬ হাজার টাকা উধাও, সঙ্গে নিজের পিন নাম্বারও খোয়ানো। প্রতারকরা শুধু টাকা নেয়নি, পিন নাম্বারও বদলে দিয়েছে।
টাকার অঙ্কটা খুব বেশি না হলেও ঘটনা কিন্তু থেমে নেই। প্রতিদিনই অসংখ্য মানুষ এদের হাতে কোন না কোন ভাবে প্রতারণার শিকার হচ্ছে। আগে সরাসরি হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিলেও এখন পুরো একটি ঘটনা সাজিয়ে তারপর পুরো বিষয়টাকে বিশ্বাসযোগ্য করার অপচেষ্টা করছে।
ডিজিটাল বাংলাদেশে এসব প্রতারকচক্র ধরা আইনশৃংখলা বাহিনীর মামুলি ব্যাপার। হয়তো তারা ধরেনও মাঝে মধ্যে। কিন্তু নির্মুল করতে গেলে এক’দুজনকে ধরে হবেনা। ভেঙে দিতে হবে পুরো নেটওয়ার্ক।
বিকাশ এজেন্টও এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
তিনটি নাম্বারই দিয়ে দিলাম। আমার মায়ের ৬ হাজার টাকা ফেরত পাবার আশা নেই। কিন্তু এটুকু আশা অন্তত করাই যায় যে, আইনশৃংখলা বাহিনীর বন্ধুরা এই তিনটি নাম্বারের সূত্র ধরে পুরো প্রতারক চক্রটাকেই আইনের আওতায় আনবে। যাতে করে নিরীহ, সাধারণ মানুষকে এভাবে কষ্টার্জিত অর্থ না খোয়াতে হয়।
প্রতারকদের তিনটি ফোন নাম্বার, নিশ্চই যার রেজিষ্টেশন থেকে তথ্য নেয়া সম্ভব-
0183-0728462
0188-7188024
01864459573
No comments:
Post a Comment