Saturday, May 18, 2019

মাত্র ২ ঘন্টায় ঢাকা থেকে নিউইয়র্ক!! আসছে হাইপারসনিক বিমান।

ঢাকা থেকে নিউইয়র্ক। বিমানপথে মোট দূরত্ব ৭৭০০ মাইল। হাল জমানার যাত্রীবাহী বিমানে এই পথ পাড়ি দিতে যাত্রাবিরতি ও কানেকটিং ফ্লাইট মিলিয়ে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা। কোন কোন সময় তারও বেশি। কিন্তু ভেবে দেখুন তো, আপনার বন্ধু মিরপুর থেকে মতিঝিল যেতে দু’ঘন্টা গলদঘর্ম হয়ে যখন কারওয়ানবাজারের জ্যামে হাঁসফাস করছে- ঠিক একই সময়ে আপনি ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছে গেছেন। 
ভাবনা নয়, এটি সত্যির খুব কাছাকাছি। কারন যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক প্রতিষ্ঠান 'হারমিউস করপ.' এই বিস্ময়কর উদ্ভাবনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।  গেলো সপ্তাহে প্রাথমিক পুঁজি সংগ্রহের চেষ্টায় সফল হয়ে আকাশযাত্রায় নতুন এই সম্ভাবনার কথা জানান দিলো  প্রতিষ্ঠানটি। প্রাথমিক হিসেবে তাদের তৈরি হাইপারসনিক বিমান ছুটবে শব্দের থেকে অন্তত পাঁচ গুন বেশি গতিতে।যার গতি হবে ঘন্টায় অন্তত ৩৮০০ মাইল।
যদিও বুম এবং এরিয়ন নামের আলাদা দুটি কোম্পানি এরই মধ্যে ২০২২ সাল থেকে অন্তত ঘন্টায় ১ হাজার মাইল গতিবেগের সুপারসনিক বিমানের মাধ্যমে যাত্রীসেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। প্রায় ১৬ বছর আগে কনকর্ড নামের সুপারসনিক বিমানের সেবা বন্ধ করা হয়
। যার গতি ছিল ঘন্টায় প্রায় ৭০০ মাইল। কনকর্ড ১৯৭৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত যাত্রীসেবা দিয়েছে। 
এখন প্রশ্ন হলো কবে আসছে নতুন এই উড়োজাহাজ? দিনক্ষণ চুড়ান্ত হয়নি। তবে আসছে এটি নিশ্চিত করেছেন সংস্থাটির উদ্যোক্তারা। এরই মধ্যে বিমানটির ইঞ্জিনের তাপ সহন ক্ষমতাও পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় হাইপারসনিক ইঞ্জিনের তাপমাত্রা ১৮০০ ড্রিগ্রী ফারেনহাইট হয়, যে তাপমাত্রায় বেশিরভাগ ধাতু গলে যায়। কিন্তু বিশেষ প্রি কুলিং সিস্টেম চালু করায় সফলভাবেই ওই উচ্চ তাপমাত্রায় চালু করা সম্বব হয়েছে হাইপারসনিক ইঞ্জিন। 

সূত্র: এনবিসি নিউজ। 


No comments:

Post a Comment

দিনাজপুরে লোহার খনি পেলেন বিশেষজ্ঞরা: মান অন্য যে কোন দেশের চেয়ে ভাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ...