
ভাবনা নয়, এটি সত্যির খুব কাছাকাছি। কারন যুক্তরাষ্ট্রের
আটলান্টাভিত্তিক প্রতিষ্ঠান 'হারমিউস করপ.' এই বিস্ময়কর
উদ্ভাবনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। গেলো সপ্তাহে প্রাথমিক পুঁজি
সংগ্রহের চেষ্টায় সফল হয়ে
আকাশযাত্রায় নতুন এই সম্ভাবনার কথা জানান দিলো প্রতিষ্ঠানটি। প্রাথমিক
হিসেবে তাদের তৈরি হাইপারসনিক বিমান ছুটবে শব্দের থেকে অন্তত পাঁচ গুন বেশি
গতিতে।যার গতি হবে ঘন্টায় অন্তত ৩৮০০ মাইল।

। যার গতি ছিল ঘন্টায় প্রায় ৭০০ মাইল। কনকর্ড ১৯৭৬ থেকে
২০০৩ সাল পর্যন্ত যাত্রীসেবা দিয়েছে।
এখন
প্রশ্ন হলো কবে আসছে নতুন এই উড়োজাহাজ? দিনক্ষণ চুড়ান্ত হয়নি। তবে আসছে
এটি নিশ্চিত করেছেন সংস্থাটির উদ্যোক্তারা। এরই মধ্যে বিমানটির ইঞ্জিনের
তাপ সহন ক্ষমতাও পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় হাইপারসনিক ইঞ্জিনের তাপমাত্রা ১৮০০ ড্রিগ্রী ফারেনহাইট হয়, যে তাপমাত্রায় বেশিরভাগ ধাতু গলে যায়। কিন্তু বিশেষ প্রি কুলিং সিস্টেম চালু করায় সফলভাবেই ওই উচ্চ তাপমাত্রায় চালু করা সম্বব হয়েছে হাইপারসনিক ইঞ্জিন।
No comments:
Post a Comment