
এ অনুষ্ঠানের ইউএসপি-ই হল কোন রাজনৈতিক দলের নেতাকে সেখানে আমন্ত্রণ
জানানো হয়নি। রাজনীতি থেকে দূরে রাখতে ভোট পর্ব মিটতেই ওই ইফতারের আয়োজন
করা হয়। ৫০০ বছরের পুরনো সূর্য কুঞ্জ মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে
বিতর্কিত রাম জন্মভূমি এলাকা। কোনরকম রাজনীতির রং বাদ দিয়েই ইফতারের
আয়োজন করেছেন সন্ন্যাসীরা।
এ অনুষ্ঠানের গায়ে যাতে রাজনীতির রং না লাগে তার জন্য সপ্তম দফাযর ভোট
শেষ হওয়ার পর ওই ইফতার মজলিস এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন
উদ্যোগতারা। অযোধ্যায় সব ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায়
রাখতেই এই অরাজনৈতিক আয়োজন বলে জানিয়েছেন, মোহান্ত যুগল কিশোর শরণ
শাস্ত্রী।
সূত্র: টিডিএন বাংলা।
No comments:
Post a Comment