মানুষের কাছ থেকে রঙ বদলাতে শিখেছিল গিরগিটি
এখন ওরা লোকালয় থেকে বহু দূরে;
মানুষ রঙ বদলায় নিয়ত, খোলস বদলানো চকমকে নতুন সরীসৃপ
নিজেকে টেনে হেঁচড়ে সমাজের কর্দমাক্ত বুকে নিয়ে বলে-
দেখো-চিনতে পারো? আমিও তোমাদের মত বদলেছি রঙ
আমিও গিরগিটি, বুকে ভর দিয়ে চলা ভুজঙ্গম সরীসৃপ।
২৭/০৩/১৯
এখন ওরা লোকালয় থেকে বহু দূরে;
মানুষ রঙ বদলায় নিয়ত, খোলস বদলানো চকমকে নতুন সরীসৃপ
নিজেকে টেনে হেঁচড়ে সমাজের কর্দমাক্ত বুকে নিয়ে বলে-
দেখো-চিনতে পারো? আমিও তোমাদের মত বদলেছি রঙ
আমিও গিরগিটি, বুকে ভর দিয়ে চলা ভুজঙ্গম সরীসৃপ।
২৭/০৩/১৯
No comments:
Post a Comment