Wednesday, May 1, 2019

একদঙ্গল ধবল শাদা মেঘ ছুটে গেল চাঁদের আলো গায়ে মেখে
যেন বর্ষার নতুন জলে হুটোপুটি খায় কতিপয় দুরন্ত কিশোর
আমিও মেঘের ডানায় ভেসে যেতে চেয়েছিলাম,
খড়ের গাদায়, গোরুর পালে, শিস দিয়ে যাওয়া দোয়েলের কাজল চোখে
ফিঙের দুরন্ত ডানায়, মেঠো পথ, হুহু বাতাসের হুল্রোড়ে দুলে ওঠা সজীব কেয়া পাতায়
মেঘরা ঠিক উড়তে জানে, মনও
তবুও ওড়া হয়নি, হয়না কখনো
ঠাঁয় দাড়িয়ে থাকতে থাকতে দু’পায়ে শেকড়
ওড়া হয়না, ডানার পালক ঝরে যায় নিয়ত।
২২/০৩/১৯


No comments:

Post a Comment

দিনাজপুরে লোহার খনি পেলেন বিশেষজ্ঞরা: মান অন্য যে কোন দেশের চেয়ে ভাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ...