Monday, May 27, 2019

দেখিনা কিছু, দেখা হয়না

বহেমিয়ান জীবনে কত ইচ্ছেরা ঘুরে বেড়ায়।
এই মনে হয় ডুয়ার্সের চা বাগানের মালি হয়ে যাই। ভেজা চা বাগানের চুয়ে পড়া জলে মিশে থাক ঘাম। মেঘের কুণ্ডলি ছুয়ে বলি, হারিয়ে যা দুরের পাহাড়ে, আমিও হব তোর সঙ্গী.
এই ভাবি খালাসী হয়ে যাই জাহাজের। স্টীমার এর ভেঁপু, আজ ভেনিস কাল রেঙ্গুন, পরশু ইস্তানবুল ঘুরে, শত মানুষ, শত মন, শত সহস্র অনুরাগ, দুঃখবোধ বুকে বয়ে ভেসে চলি গন্তব্যহীন পথে।
অথবা ট্রেনে চেপে কলকাতা, সিঙ্গুর ঘুরে অজানা স্টেশনের মধ্যরাত, কুণ্ডলি পাকানো ঘুম।
কিছুই হয়না! কংক্রিট কারাগারের প্রকোষ্ঠে নিয়মের শেকল জড়িয়ে ঘুরে ঘুরে ক্লান্ত শ্রান্ত রাত আসে, ভোর ঽয় , চাদ ওঠে জোৎস্নার জোয়ারে প্লাবিত জনপদে প্রেম আসে। প্রখর রোদ, বৃষ্টি - গোধূলি এসে চলে যায়। 

 দেখিনা কিছু, দেখা হয়না।

No comments:

Post a Comment

দিনাজপুরে লোহার খনি পেলেন বিশেষজ্ঞরা: মান অন্য যে কোন দেশের চেয়ে ভাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ...