Saturday, May 25, 2019

অামার অস্তিত্বে, আমার ভাবনায়, আমার কল্পলোকের যে রাজ্য- সেখানকার আলোয়, বাতাসে, সেখানকার বর্নিল আকাশ, নিজের মত করে বানিয়ে নেয়া ঘর, ঘরের জানালায়, লতায় গুল্মে- লিখে রেখেছি
বলে গেছি নিজের সঙ্গে নিজের কথাগুলি, স্মৃতি নামের একজন বন্ধু লিখে যায় প্রত্যেকটা অনুসেকেন্ড- মস্তিস্কের কোষে কোষে পুঁতে যায় অডিও ভিজ্যুয়াল রেকর্ডের বীজ।
একবার ভেবে দেখো, চোখ বুঁজে হৃদয়ের দরজা কবাড সব খুলে দাও-
ধরো তোমার ভেতর একটা ডানা ঝাপটানো পাখি, দেয়ালে দেয়ালে মাথা ঠুকে, রাক্ষুসে ক্ষুধায়-তৃষ্ণায় বিক্ষত হৃদয় নিয়ে মুমূর্ষু এক প্রাণ-
অতঃপর পাখিটাকে মুক্ত করো, ডানা ঝাপটে উড়ে বেড়াক, বুকে টেনে নিক একান্ত আকাশ
ছায়াঘেরা বৃক্ষের সবুজ কোমল ঠোঁট থেকে শুষে নিক বিশুদ্ধ অক্সিজেন,
ধরো- এ এক অন্য পৃথিবী, যা ভাবা যায়না, দেখা যায়না, ছোঁয়া যায়না
শুধু অনূভবে অনুরণন, শুধু প্রলম্বিত মুক্তির গান, নিঝুম রাতের বিরহী বাঁশির মত টেনে নিয়ে যায় বুকের অর্ধেকটা।
২৬/০৫/১৭

No comments:

Post a Comment

দিনাজপুরে লোহার খনি পেলেন বিশেষজ্ঞরা: মান অন্য যে কোন দেশের চেয়ে ভাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ...