নেপালের প্রত্যন্ত একটি পাহাড়ী গ্রামে গিয়েছিলাম সম্ভবত ২০১১ সালে। দুর্গম
এলাকা বলে ওখানে পানীয় জলের কোন ব্যবস্থা ছিল না। স্থানীয়রা বৃষ্টির পানি
ধরে রেখে কিভাবে তা কাজে লাগায়- মূলত সে বিষয়গুলো দেখতেই এশিয়ার জনা বিশেক
সাংবাদিককে নিয়ে গিয়েছিল আন্তর্জাতিক সংস্থা থার্ডপোল ও ইন্টারনিউজ।
খুব অবাক হয়েছিলাম ওই প্রত্যন্ত এলাকার মেয়েটি কত সংগ্রাম করে দৃঢ় মনোবল নিয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে নিয়েছিল। বাংলাদেশ থেকে গিয়েছি শুনে তার আতিথেয়তা ছিল মনে রাখার মতো।
খুব অবাক হয়েছিলাম ওই প্রত্যন্ত এলাকার মেয়েটি কত সংগ্রাম করে দৃঢ় মনোবল নিয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে নিয়েছিল। বাংলাদেশ থেকে গিয়েছি শুনে তার আতিথেয়তা ছিল মনে রাখার মতো।
No comments:
Post a Comment