Wednesday, May 1, 2019

কিছু চেনা মুখ, চেনা চেনা সুখ
কাটাকুটি, খুনসুটি, ফালি ফালি অভিমানে
ভাল আছি খুব; ভাল থাকা হয়ে যায়।
ডানা মেলা রোদ মেখে, চেনা গলি শহরের
খোলা দুল, এলো চুল, চোরা কান্নার ঢেউ মেখে
সেই ভাল বেঁচে থাকা-
জীবনের বাঁকে বাঁকে,কত পথ চেনা হয়
কত পথ বাকি থাকে, ঘোর লাগা সন্ধ্যায়,
জোছনা হারিয়ে পথে, ভুলভাল সোডিয়ামে
উদ্ভট রঙ মেখে, আসল-নকল চেনা বড় দায়।
তবুও চলছে সব, মিছে মিছে কলরব
স্বার্থের বিকিকিনি, মেকি ভালোবাসা মোহ
দুপুরের শুনশানে, একা একা আনমনে
বেখেয়ালে হারাও কোথায়! কেন হয় রক্তক্ষরণ!
চোখ বুঁজে দেখে নাও, কি দারুণ উচাটন-
সব থেকেও কিছু নেই, জীবন- হায় জীবন।।
২৪/০৩/১৯

No comments:

Post a Comment

দিনাজপুরে লোহার খনি পেলেন বিশেষজ্ঞরা: মান অন্য যে কোন দেশের চেয়ে ভাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ...