Monday, June 17, 2019

ইন্টারনেট দুনিয়ার লাখো মানুষকে কাঁদায় যে ছবি

মোটরসাইকেল গ্লাভসে মাথা রাখা সদ্যজাত একটি শিশুর ছবি সারা বিশ্বের লাখ লাখ মানুষকে কাঁদিয়ে যাচ্ছে সেই ২০১৬ সাল থেকে।  শিশুটির হাসিমুখ বুঝিয়ে দিচ্ছে- মৃত বাবার স্পর্শে তার কচি হৃদয় যেন জেগে উঠেছে। হতভাগ্য শিশুটির নাম আউবেরি। ওর জন্মের মাত্র একমাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান পিতা হেক্টর ড্যানিয়েল ফেরের আলভারেজ। 
আমেরিকার ফ্লোরিডার পঁচিশ বছর বয়সী হেক্টর একসঙ্গে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে চেয়েছিলেন। সে জন্য স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার পর তার বহু শখের মোটরসাইকেল রাইডিং প্রায় বন্ধও করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য টেনে নিয়ে যায় আউবেরির জন্মের মাত্র একমাস আগে। ২০১৬ সালের এপ্রিলে বেদনাবিধুর স্মৃতি রেখে চলে যান হেক্টর।  
ওর ‍মৃত্যুর কিছুদিন পর বিখ্যাত ফটোগ্রাফার বন্ধু কিম স্টোন আউবেরির কিছু ছবি তোলেন। এসময় একটি ছবি তুলতে মৃত পিতার মোটরসাইকেলের হেলমেট পাশে রেখে তুলতুলে গ্লাভস মাথার নিচে রেখে দেন কিম স্টোন। মাত্র জন্ম নেয়া আউবেরি যেন ওই গ্লাভসে বাবার গন্ধ পায়। যেন সদ্যজাত শিশুকে ছুঁয়ে দেয় হেক্টর। স্বর্গীয় হাসিতে মেতে ওঠে আউবেরি। কিম স্টোনের সেই ছবি তার পর থেকেই সারা বিশ্বে ইন্টারনেট দুনিয়ায় ছড়াতে থাকে। ছবিটি একপলক দেখে নিভৃতে দীর্ঘশ্বাস আর চোখের জল ফেলেন লাখ লাখ মানুষ। বিশেষ করে বাবা দিবস এলে এই ছবিটিই যেন থিম ছবি হয়ে দাঁড়ায়। 
কিম স্টোন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যেমন ডেইলি মেইল ইউকে ও এবিসি নিউজকে বলেন 'তার বাবা  মোটর সাইকেল প্রেমী ছিলেন। তবে তিনি সবসময় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েই চালাতেন। তিনি নিশ্চিত যে তিনি নিরাপদ। কিন্তু দুর্ভাগ্য তাকে ছাড়েনি। 
'তিনি তার বাগদত্তার সাথে বাইকের প্রতি তার প্রেম ভাগ করে নিয়েছিলেন এবং তাদের সম্পর্ক ছিল প্রেমান্ধ। তারা জীবনের সব পরিকল্পনা গুছিয়ে নিয়েছিলেন। কিন্তু কিছুই হলো না। 'এখন আউবেরি ও তার মা ক্যাথরিন হেক্টরের স্মৃতি বুকে বয়ে বেড়াবেন। হেক্টরের গ্লাভস আর হেলমেট ছুঁয়ে তার উপস্থিতি অনুভব করবেন। 
ছোটবেলা থেকেই মোটর সাইকেলে চড়ার শখ হেক্টরের। মোটর সাইকেলে ‍ঘুরতে গিয়েই খুঁজে পেয়েছেন জীবনসঙ্গীনী ক্যাথরিন উইলিয়ামসকে। বিয়ের পর মোটর সাইকেলে চড়েই ঘুরে বেড়িয়েছেন দুজনে। এর মাঝে সন্তান সম্ভবা হলেন ক্যাথরিন। স্ত্রী- সন্তানের নিরাপত্তার কথা ভেবে একা একাই মোটরবাইক চড়ার সিদ্ধান্ত নিলেন হেক্টর। যতদিন তাঁর সন্তান বড় হবে না ততদিন মা–সন্তানকে নিয়ে মোটরবাইক চালাবেন না তিনি।
পরিবারকে দূঘর্টনার ঝুঁকিতে ফেলতে না চাওয়াতেই তার এই সিদ্ধান্ত। শেষ পর্যন্ত, মেয়েকে নিয়ে আর মোটর সাইকেলে চড়া হলো না হেক্টরের। মেয়ের জন্মের মাত্র কয়েক দিন আগে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তাঁর।

হেক্টরের মৃত্যু সংবাদ পেলেন তাঁর বন্ধু কিম স্টোন, বাচ্চাদের ছবি তোলায় যার খ্যাতি বিশ্বজোড়া। কিম পৌঁছে গেলেন হেক্টরের বাড়ি। ছবি তুললেন, ঘুমিয়ে থাকা ছোট্ট মেয়ের। ক্যথরিন তার স্বামী হেক্টরের স্মৃতি বিজড়িত দুটো গ্লাভসের একটি রেখে দিলেন ঘুমন্ত শিশুর মাথার নিচে, আর একটি ছোট্টো শরীরের উপর। না দেখা বাবার স্মৃতি জড়িয়ে ঘুমের মাঝেই মুচকি হেসে উঠলো অবুঝ শিশুটি।
ক্যামেরার সাটার টিপে ধরলেন কিম স্টোন। ছবি তুলে এসে বললেন, লোকের মুখে শুনেছি ঈশ্বরের দূতের সঙ্গে দেখা হলে বাচ্চারা ঘুমের মধ্যে হাসে। এতদিন বিশ্বাস করিনি, এবার মনে হচ্ছে, কথাটা সত্যি।
হেক্টরের এই মর্মান্তিক ঘটনা বাইক চালকদের জন্য শিক্ষনীয়। প্লিজ আপনারাও নিরাপত্তা ও পরিবারের কথা ভেবে বাইক চালাবেন।
ছবি- কিম স্টোন
তথ্য- ডেইলি মেইল ও এবিসি নিউজ। 

No comments:

Post a Comment

দিনাজপুরে লোহার খনি পেলেন বিশেষজ্ঞরা: মান অন্য যে কোন দেশের চেয়ে ভাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপর গ্রামে উন্নত মানের লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর ...